Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উত্তরা থেকে সিএনজি ছিনতাই চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০২:১০ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০২:২০ PM

bdmorning Image Preview


রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ সিএনজি ছিনতাই চক্রের মূল হোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে।

শনিবার ১৯ জানুয়ারি বিকাল ৫.১০ টায় উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে ডিবি-উত্তর বিভাগের গুলশান জোনাল টিম ।

তারা হল- মোঃ অলী (২৩), মোঃ তানভীর ইসলাম (২৪), নুর মোহাম্মদ (৩৭), মোঃ জাকির ওরফে আকবর (৪৫), মোঃ তাইজুউদ্দিন ওরফে মজিবুর রহমান (৪৫) ও মোঃ শিপলু (৩০) ।

গ্রেফতারকৃতদের মধ্যে মজিবুর টঙ্গীর সিএনজি চোর চক্রের অন্যতম সদস্য। এ সময় তাদের কাছ থেকে ০২টি চোরাই সিএনজি এবং সিএনজি চোরাই কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ চেতনানাশক ট্যাবলেট ও গুলের কৌটায় তরল চেতনানাশক ঔষধ উদ্ধার করা হয়।

ডিবি-উত্তর সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সিএনজি চুরির সঙ্গে জড়িত। তারা অভিনব কৌশল প্রয়োগ করে সিএনজি চুরি করত। তারা সাধারণত ভোর অথবা গভীর রাতে সিএনজি চুরি করত। প্রথমেই একটি সিএনজিকে টার্গেট করত। তারপর টার্গেটকৃত সিএনজির চালক কোথাও চা অথবা অন্য কিছু খাওয়ার সময় কৌশলে চেতনানাশক ট্যাবলেট খাইয়ে দিত। এরপর নিজেরাই উক্ত সিএনজি ভাড়া করে কিছুদূর যাওয়ার পর কোন অজুহাত দেখিয়ে সিএনজি দাঁড় করাত। কয়েক মিনিটের মধ্যে সিএনজি চালক অচেতন হয়ে পড়লে তারা চালককে রাস্তায় ফেলে দিয়ে সিএনজি নিয়ে পালিয়ে যেত। পরবর্তী সময়ে বিভিন্ন অজ্ঞাত ফোন নাম্বার ব্যবহার করে সিএনজি মালিকের নিকট বিকাশের মাধ্যমে টাকা দাবি করত। তারা ৭ থেকে ১০ দিন সময় নিয়ে সিএনজি মালিকের কাছ থেকে টাকা আদায়ের প্রচেষ্টা চালাত। চোরাই সিএনজি ফেরত দিতে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত নিত। টাকা পাওয়ার পর কোন প্রত্যন্ত এলাকায় সিএনজি রেখে মালিককে ফোন করে জানিয়ে দিত।

এবিষয়ে ডিবি উত্তরের এডিসি সাজাহান সাজু সাথে কথা হলে তিনি জানান, কৌশলে সিএনজি চালককে চেতনানাশক ট্যাবলেট খাবারের সাথে মিশিয়ে সিএনজি ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হলেও এত দিন এদের ধরা সম্ভব হচ্ছিলনা । কিন্তু আমাদের গোয়েন্দা টিমের সদস্যরা নানা মাধ্যম থেকে পাওয়া তথ্যগুলো নিয়ে দীর্ঘদিন ঘরে তাদের ধরার জন্য কাজ করছে আসছিল। আর তারই ধারাবাহিকতাতে গতকাল রাজধানীর উত্তরাতে এক বিশেষ অবিযান প্ররিচালনা করলে সিএনজি ছিনতাই চক্রের মূল হোতা সহ ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা রিমান্ডে নেওয়া গেলে এই চক্রের সাথে জড়ির অন্যদের ধরা যাবে। তিনি আর যোগ করেন, তাঁদের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ইতি মধ্যে একটি টিম কাজ শুরু করেছে।

তাদের প্রত্যেকের নামেই রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview