Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হলি আর্টিজানে হামলা: অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল রিপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০১:৩২ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০১:৩২ PM

bdmorning Image Preview


হলি আর্টিজান হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী হিসেবে অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ’র (জেএমবি) শুরা সদস্য মো. মামুনুর রশিদ ওরফে রেজাকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ঢাকামুখি একটি বাস থেকে তাকে আটক করা হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান বিষোয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আজ (রবিবার) বেলা১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং থেকে জানানো হয়, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার জন্য ৩৯ লাখ টাকা দিয়েছিলেন জঙ্গি সংগঠন জেএমবির অন্যতম শুরা সদস্য মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম রেজা। তার দায়িত্ব ছিল অর্থ সংগ্রহ করা, সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা এবং অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করা।’

র‌্যাবের এই কর্মকর্তা আরো বলেন, ‘গ্রেফতারকৃত এই অন্যতম শুরা সদস্য রিপনের নেতৃত্বে একটি দল ২০১৬ সালের এপ্রিল মাসে পার্শ্ববর্তী দেশে গিয়ে এই অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে। পরবর্তীতে সেগুলো হামলার মূলহোতা সরোয়ার জাহানের কাছে পাঠায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলার বোর্ড বাজার এলাকা থেকে হলি আর্টিজান হামলার চার্জশিটভুক্ত আসামি রিপনকে গ্রেফতার করে র‌্যাব-৩।

এসময় তার কাছ থেকে একটি ডায়েরি, চারটি খসড়া মানচিত্র এবং ১ লাখ ৪৭ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। জেএমবির অন্যতম শুরা সদস্য রিপন বগুড়া জেলার নন্দীগ্রাম থানার শেখেরমাড়িয়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

প্রসঙ্গত,গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা দুই পুলিশ কর্মকর্তা, ৯ ইতালীয়, ৭ জাপানি, এক ভারতীয় ও এক মার্কিন নাগরিককে হত্যা করেছিল।

Bootstrap Image Preview