Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রায়পুরে নৌকাসহ ১২ মণ জাটকা জব্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ১২:১৭ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ১২:১৭ PM

bdmorning Image Preview


লক্ষ্মীপুরের রায়পুরের চরবংশী এলাকায় মেঘনা নদী থেকে ইঞ্জিনচালিত একটি নৌকাসহ ১২ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এ ব্যাপারে কাউকে গ্রেফতার করতে পারেনি কোস্টগার্ড।

রবিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

উপজেলার মেঘনা নদী এলাকার দায়িত্বে থাকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) মইনুল ইসলাম বলেন, জাটকা ধরার খবর পেয়ে অভিযান চালাই। বিষয়টি টের পেয়ে জেলে ও অসাধু জাটকাবিক্রেতারা নৌকা রেখে পালিয়ে যায়। এ সময় ওই নৌকায় তল্লাশি চালিয়ে ১২ মণ জাটকাসহ নৌকাটি জব্দ করে মৎস্য কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বেলায়েত হোসেন বলেন, জব্দ হওয়া জাটকাগুলো এতিম ও গরিবদের মধ্যে বিতরণ করা হবে।

Bootstrap Image Preview