Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বলিভিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ১০:৫৩ AM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ১০:৫৩ AM

bdmorning Image Preview


বলিভিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন নিহত। এই ঘটনায় আরো ৩৭ জন আহত হয়েছেন। বলিভিয়া পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।

শনিবার (১৯ জানুয়ারি) দেশটির প্রশাসনিক রাজধানী লাপাজ থেকে আড়াইশো কিলোমিটার দূরের শহর চাল্লাপতার একটি মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির ওরুরো অঞ্চলের পুলিশের কামান্ডার কর্ণেল ফ্রেডি বেতাঙ্কুর বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চাল্লাপতা শহরের মেয়র মার্টিন ফেলিসিয়ানো জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অনিয়ন্ত্রিত গতির কারণে দুর্ঘটনার প্রধান কারণ। তাছাড়া বাস দুটির একটি একই পথ ধরে আসছিল। দেশটিতে নিয়মিত এমন বাস দুর্ঘটনা ঘটে।

Bootstrap Image Preview