Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবায়ন করবো’ সমাবেশে প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করেছে নতুন মেয়াদে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পরে টানা তৃতীয়বারের মতো সরকারে এসে ‘যেকোনো ত্যাগের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবায়ন করবো’ বলে বিজয় সমাবেশের বক্তব্যে জানান দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন,একাদশ জাতীয় সংসদ নিবাচনে জনগন সতস্ফুর্তভাবে ভোট দিয়েছে এজন্য ধন্যবাদ জানাই কামার কুমার আইনশৃঙ্খলাবাহিনীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে

আজ শনিবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে সভাপতির বক্তৃতাকালে শেখ হাসিনা আরোও বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি, সবাইকে ধন্যবাদ। তবে আমরা যেহেতু সরকার গঠন করার সুযোগ পেয়েছি, জনগণের সেবা করার সুযোগ পেয়েছি, আমরা সবার তরে সবার জন্য কাজ করবো।

উল্লেখ্য, এছাড়া উক্ত বিজয় সমাবেশে আরোও উপস্থিত আছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোয়ায়েল আহম্মেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আরম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দীপুমনি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতারা ও মন্ত্রী পরিষদের বেশিরভাগ সদস্যরাই।

Bootstrap Image Preview