Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাঁশের ওপর ভর করে বিজয় সমাবেশে মুজিব ভক্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৫:১৭ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৫:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাঁশের ওপর ভর করে হেঁটে আওয়ামী লীগের বিজয় সমাবেশে এসেছেন মুজিব ভক্ত মো. নূর ইসলাম।

শনিবার (১৯ জানুয়ারি) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে দেখা যায় তাকে। মুখে বাঁশি বাজিয়ে বাঁশের ওপর ভর করেই হেঁটে চলেন তিনি।

এই বৃদ্ধের শরীরে হলুদ রঙের বড় আলখেল্লা জড়ানো। আলখেল্লার গায়ে ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ লেখা।

সমাবেশে আনন্দ উল্লাস করে নেতাকর্মীদের মাতিয়ে রাখছেন তিনি। বিশেষ করে তার সাথ সেলফি তোলার হিরিক যেন লেগেই আছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করে নূর ইসলাম বলেন, শেখ সাহেবের মিটিংয়ে ছিলাম। আমি শেখ সাহেবের বেটি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাই।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আমি ভালবাসি। নিজের ভিটেমাটি বিক্রি করে এ দল করি।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এ নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করেছে দলটি। শেখ হাসিনা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

ভোটের ১৯ দিন পর আজ বিজয় উৎসব উদযাপন করছে আওয়ামী লীগ।

এদিন বেলা ১২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শুরু হয়। কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, সালমা ও জলের গান ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে।

এরপর দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিজয় সমাবেশের কার্যক্রম শুরু হয়।

আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন সমাবেশের আলোচনা পর্ব সঞ্চালন করছেন।

এদিকে সভাস্থলে যারা আসছেন তাদের অনেকের গায়েই রয়েছে লাল-সবুজ টি–শার্ট, মাথায় সবুজ, হলুদ আর লাল টুপি। সমাবেশস্থলে ঢোকার একাধিক ফটকে দেখা গেছে ব্যাপক ভিড়।

Bootstrap Image Preview