Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তরুণ ভোটারদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৪:৫৬ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৯:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করেছে নতুন মেয়াদে। ৩০ ডিসেম্বরের এই নির্বাচনে এমন নিরঙ্কুশ জয়ের পরে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশ উদযাপন করছে আওয়ামী লীগ। বিজয় সমাবেশে বিকেল চারটা বেজে আটত্রিশ মিনিটে প্রধান অতিথির বক্তব্য রাখতে শুরু করেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এর উক্ত বিজয় সমাবেশে বেলা সোয়া ৩টা ৮মিনিটে উপস্থিত হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এসময় স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান নেতা-কর্মী-সমর্থকরা।

এছাড়া উক্ত বিজয় সমাবেশে আরোও উপস্থিত আছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোয়ায়েল আহম্মেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আরম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দীপুমনি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতারা ও মন্ত্রী পরিষদের বেশিরভাগ সদস্যরাই।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বক্তব্য তিনি আরও বলেন নিবাচনে জনগণ যে রায় দিয়েছে তা মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, দুনীতির বিরুদ্ধে শান্তি ও উন্নয়নের পক্ষে জনগণ রায় দিয়েছে।

Bootstrap Image Preview