Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৭ নৌকা মাথায় নিয়ে কিশোরগঞ্জ থেকে আ’লীগের বিজয় সমাবেশে নুরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার কালিকাপ্রসাদ ইউনিয়নের ১০নং ওয়ার্ডের চন্ডিব্যার এলাকার বাসিন্দা শেখ মো. নুরুল ইসলাম। বঙ্গবন্ধুকে ভালোবেসে দীর্ঘ ৬ বছর ধরে নিজের মাথার চুল কেটে নৌকা প্রতীক আঁকছেন। তাই নিয়েই আওয়ামী লীগের সকল জনসভায় যোগ দিতেন বঙ্গবন্ধুর আদর্শের এই সৈনিক।

এদিকে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে সাত নৌকা মাথায় সমাবেশে যোগদান করেছেন শেখ নুরুল ইসলাম।

সমাবেশে আনন্দ উল্লাস করে নেতাকর্মীদের মাতিয়ে রাখছেন তিনি। বিশেষ করে তার সাথ সেলফি তোলার হিরিক যেন লেগেই আছে।

নুরুল ইসলাম জানান, প্রায় ৩০০ টাকা খরচ করে শেখ নুরুল ইসলাম তার মাথায় সাতটি নৌকা একেছেন।

নৌকার মতো চুল কাটা নিয়ে নুরুল বলেন, চুল দিয়ে আমি কি করবো। আমি বঙ্গবন্ধুকে, শেখ হাসিনাকে ভালো বাসি, তাই ছয় বছর ধরে আমি এই নৌকা মাথায় একে সকল জনসভায় আসি। আর আওয়ামী লীগের জন্য জীবন দিতে আমার কোনো সমস্যা নেই।

এসময় তিনি আরও জানান, এই নিবার্চনের আগে আমি আমার মাথায় ছয়টা নৌকা আকতাম, এবার নিবার্চনে বিশাল বিজয়ের পর সেভেন স্টার হয়ে গেছি, এখন সাত নৌকা আমার মাথায়, নৌকা হল একের মাল, নৌকা ছাড়া আর কোনো কথা নাই।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এ নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করেছে দলটি। শেখ হাসিনা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

ভোটের ১৯ দিন পর আজ বিজয় উৎসব উদযাপন করছে আওয়ামী লীগ।

সভাস্থলে যারা আসছেন তাদের অনেকের গায়েই রয়েছে লাল-সবুজ টি–শার্ট, মাথায় সবুজ, হলুদ আর লাল টুপি। সমাবেশস্থলে ঢোকার একাধিক ফটকে দেখা গেছে ব্যাপক ভিড়।

এদিকে ইতিমধ্যে নিরঙ্কুশ জয় উদযাপনে আওয়ামী লীগের বিজয় উৎসবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি।

Bootstrap Image Preview