Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুপুরে সিলেট-রংপুর, রাতে খুলনা-চিটাগং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ১২:০৪ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ১২:০৬ PM

bdmorning Image Preview


আজ বিপিএল আসরের সিলেট পর্বের শেষ দিনের খেলায় মাঠে নামছে চারটি দল। দিনের প্রথম খেলায় মাঠে নামছে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। এছাড়া রাতের খেলায় মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংস। 

প্রথম খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১.৩০ মিনিটে। রাতের খেলাটি শুরু হবে  সন্ধ্যা ৬-৩০ মিনিট। দুটি খেলাই সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।

রংপুর ও সিলেট ম্যাচটিতে দলদুটি যথাক্রমে টেবিলের পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। দুটি দলই এ পর্যন্ত ৬টি ম্যাচ থেকে ২টি ম্যাচে জয় পেয়েছে। রংপুর তাদের শেষ ম্যাচে এই সিলেটের কাছেই ২৭ রানের বড় ব্যবধানে হেরেছিল। তাই আজ তাদের প্রতিশোধের লড়াই।

আজ রংপুরের একাদশে দেখা যেতে পারে ১৬ বছর বয়সী মিনহাজুল আবেদীন আফ্রিদীকে। নেট বোলার থেকে রংপুরের একাদশে সুযোগ পেতে যাচ্ছেন তিনি। হেড কোচ টম মুডি ও স্পিন কোচ মোহাম্মদ রফিক তাকে নিয়ে বেশ আশাবাদী। 

এদিকে গতকাল শুক্রবার সিলেট তাদের শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে ৬ উইকেটে হারে। সে ম্যাচে দলের হয়ে ওয়ার্নার ঝড়ো ফিফটি করেই ম্যাচ জিততে পারেনি। তাই রংপুরের বিপক্ষে আজ আবার তারা জয়ে ফিরতে চাইবে। আজেকের ম্যাচ খেলের দেশের বিমানে উঠবেন সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নার। 

এদিকে রাতের ম্যাচে টেবিলের তিন নম্বর দল চিটাগংয়ের মুৃখোমুখি হচ্ছে টেবিলের তালানীকে থাকা খুলনার। চিটাগং ৪ ম্যাচে ৩টি জয় পেয়েছে বিপরিতে ৬ ম্যাচে মাত্র ১টি ম্যাচ জিতেছে খুলনা। তােই খুলনার জন্য লড়াইটা বেশ কঠিন হবে সেটা বোঝাই যাচ্ছে।

Bootstrap Image Preview