Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জিয়াউর রহমান শিখিয়েছেন কিভাবে সামনে এগিয়ে যেতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:৩১ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:৫২ PM

bdmorning Image Preview


বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন সামনের দিকে এগিয়ে জেতে হবে। পরাজিত হওয়া যাবে না। পরাজিত বোধ করলেই পরাজিত। আজকে আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে যুবকদের এগিয়ে আসতে হবে। এই দেশটা আপনাদের, আপনাদেরই রক্ষা করতে হব।

শুক্রবার (১৮ জানুয়ারি) সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বিএনপি আয়োজিত 'প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিক' উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নৈতিকভাবে পরাজয় হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সেই দল যারা শুধু ক্ষমতায় থাকতে চায়, ছাড়তে চায় না। ৩০ ডিসেম্বরের নির্বাচন একটি কাজে দিয়েছে, আওয়ামী লীগ চিরদিনের জন্য জনগণের মন থেকে দূরে গেছে।

ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলনের মধ্যে দিয়ে দেশনেত্রীকে মুক্ত করে আনতে হবে বলে তিনি আরো বলেন, আমাদের ভাইদের মুক্ত করতে হবে, এবং আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এই শপথ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।

প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, আব্দুল মান্নান, ব্যারিস্টার শাজাহান ওমর (বীর বিক্রম), ডা:এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান।

এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আতাউর রহমান ঢালী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।

Bootstrap Image Preview