Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ড্রাইভার নিহত, আহত ১৫

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৭:৫৯ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৭:৫৯ PM

bdmorning Image Preview


নড়াইল-যশোর মহাসড়কের চাঁচড়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের ড্রাইভার নিহত এ সময় ১৫ জন যাত্রী আহত হন।

শুক্রবার (১৮ জানুয়ারি) বিকালে কালনাঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী এক্সপ্রেস বাস নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার চাঁচড়া এলাকায় পৌঁছালে সামনের চাকার টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ড্রাইভারের নাম গোলাম মোস্তফা। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই বাসের ড্রাইভার মোস্তফা মারা যান এবং বাসের ১৫ জন যাত্রী আহত হন। আহতদের নড়াইল ফায়ার সার্ভিস ও তুলারামপুর হাইওয়ে পুলিশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে এনে ভর্তি করে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

Bootstrap Image Preview