Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৬:২৩ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৬:২৩ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে দশম শ্রেণির ছাত্রী কামরুন নাহার মিমের বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউনুছ চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। একই সঙ্গে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় তার মায়ের কাছ থেকে মুচলেকা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে, স্থানীয় এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেন, ইউএনও’র নির্দেশ অমান্য করে বর পক্ষ কনেকে নিয়ে যেতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরকাঁকড়া একাডেমীর দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী প্রেম করে কোর্ট এফিডেভিটের মাধ্যমে আগে বিয়ে করে। আজ পারিবারিকভাবে বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে নুর আলম সাথে তাদের বিয়ের আয়োজন করে।

পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দুপুর দেড়টার দিকে সরেজমিনে কনের বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সল আহমদ বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭'র ১০ ধারায় কনের মাকে মুচলেকা নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। কনে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বরের বাড়িতে উঠিয়ে নিতে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। বর আজকে বিয়ের অনুষ্ঠানে আসতে পারবে না এবং কনের বয়স ১৮ হওয়া পর্যন্ত বর কনের বাড়িতে আসতে পারবে না।

Bootstrap Image Preview