Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলের নিয়ম পাল্টাতে চান স্টিভ রোডস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৩:২৯ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview


চিটাগং ভাকিংসের সুপার ওভারের কথা নিশ্চয়ই সবার মনে আছে। সেই সুপার ওভারে বাংলাদেশি খেলোয়াড়দের কোন ভূমিকায় ছিলো না। যার জন্য বিপিএলে সুপার ওভার হলে দেশি খেলোয়াড়দের অংশগ্রহন বাধ্যতা মূলক করতে চান টাইগার দলের প্রধান কোচ স্টিভ রোডস।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক  সাংবাদিক সম্মেলনে দেশি খেলোয়াড়দের সুবিধার্থে এই কথা বলেছেন তিনি। 

তাঁর মতে, 'আমি জানি এবার নিয়ম করা হয়েছে, কম বিদেশি ক্রিকেটার খেলানোর জন্য। আমার মনে হয় ভবিষ্যতের জন্য একটা জিনিস ভাবতে পারে ক্রিকেট কর্তারা, ম্যাচ গুলো যখন সুপার ওভারে যাবে, আমি বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাট ও বল হাতে দেখতে চাইব। আমি জানি এটা ভিন্ন ধরনের। কারণ দেখা যাবে টি-টুয়েন্টি বিশ্বকাপে এমন কোনো অবস্থার সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের সুপার ওভারের অভিজ্ঞতা কাযে লাগাতে হতে পারে। এমনকি ওয়ানডে ম্যাচেও হতে পারে। হতে পারে পঞ্চাশ ওভারের ম্যাচে একই অবস্থা সৃষ্টি হলে সুপার ওভারের মাধ্যমে সমাধান করা যায়। 

'আমি চাইব বিপিএলে সুপার ওভারে দুই দলের বোলার হতে হবে বাংলাদেশি। এটা দারুণ হবে। এটা টুর্নামেন্ট শুরুর আগেই দল নির্বাচনে প্রভাব ফেলবে। দল গুলো দেখতে চাইবে ওইরকম অবস্থায় কে বল করবে এবং সেই বোলারদের দলে নিতে চাইবে, যেমন তাসকিন, মুস্তাফিজ, রনি। আর একজন ব্যাটসম্যান অবশ্যই হতে হবে। এভাবে তাঁরাও এমন অবস্থায় খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এটা ভিন্ন, কিন্তু আপনি আমার কারণ বুঝতে পারছে। আমি চাই বাংলাদেশি প্লেয়াররা ম্যাচের সব অবস্থার জন্য প্রস্তুত হতে।'

Bootstrap Image Preview