Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ১২:৪৮ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ১২:৪৮ PM

bdmorning Image Preview


নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী-মাইজদী সড়কের রমজান বিবি বাজারে অগ্নিকাণ্ডে ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে জেলার মাইজদী ও চৌমুহনীর দমকল বাহিনীর ৫ টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের বিষয়ে ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক সোয়া ১০টার দিকে বাজারের একটি তুলার দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। পরে দমকল বাহিনীকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও খাওয়ার হোটেল, ফার্মেসি, কোচিং সেন্টার, লেপ-তোষকের দোকানসহ ৭ টি দোকান পুড়ে যায়।

মাইজদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পরিদর্শক মো. শাহাদাত হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত সময়ে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে। এতে অন্তত সাতটি দোকান পুড়ে গেছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পরে জানাতে পারা যাবে। 

Bootstrap Image Preview