Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার নেট বোলার থেকে রংপুরের একাদশে আফ্রিদী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ১০:৩০ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ১০:৩০ AM

bdmorning Image Preview


একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। এর আগে নেট বোলার থেকে ঢাকা ডায়নামাইটের মূল একাদশে জায়গা পেয়েছিলেন আলিস আহম্মেদ। এবার আরেক নেট বোলারকে একাদশে জায়গা করে দিতে যাচ্ছে রংপুর রাইডার্স। 

নেট বোলার হিসেবে এসেছিলেন রংপুর রাইডার্সের অনুশীলনে। কোচদের চোখে পড়ে গেলেন দারুণ বোলিংয়ে। সম্ভাবনা দেখে টিম ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত করে নিয়েছে মূল স্কোয়াডে। সবকিছু ঠিক থাকলে শনিবার রাইডার্স স্কোয়াডে এবি ডি ভিলিয়ার্স এর সাথে একাদশে দেখা যেতে পারে ১৬ বছরের তরুন লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদিকে। সে যে কেমন ঝাঁঝালো বোলার তা প্রমাণ করেছে আজকের রংপুরের প্যাকটিস সেশনে। মন জয় করে নিয়েছেন টম মুডির।

চট্টগ্রামের ছেলে মিনহাজুল আবেদিন আফ্রিদিকে নিয়ে বেশ আশাবাদী রংপুর কোচ টম মুডি। তিনি বলেন, ‘আমার মনে হয় সে খেলার জন্য প্রস্তুত। দুজন ভালো স্পিনার থাকলেও আমরা খুব করেই একজন লেগ স্পিনার খুঁজছিলাম। সে অনুশীলনে সবাইকে মুগ্ধই করেছে।’

এদিকে অনুশীলনের পর নতুন এই লেগ স্পিনারকে নিয়ে প্রশ্ন করা হলে  রংপুনের স্পিন পরামর্শক মোহাম্মদ রফিকও শেনালেন আশার কথা। তিনি বলেন, আফ্রিদীর ভেতর ‘কাঁপিয়ে দেওয়ার’ মতো প্রতিভাই আছে, ‘আমি ওকে যতদূর দেখেছি, সে প্রতিভাবান। সে খেলাটা বোঝে এবং নির্দেশনা অনুযায়ীই কাজ করে। হতে পারে সে নতুন এসেছে, কিন্তু আমার কাছে মনে হয় সে যদি খেলার সুযোগ পায়, তাহলে সেটি হবে বড় চমকই। ওর যে প্রতিভা আছে, রংপুরের হয়ে অভিষেক হলে এক বছরের মধ্যেই সে আতঙ্কে পরিণত হবে। আমি বিশ্বাস করি, আগামী একটা বছর যদি সে প্রচণ্ড পরিশ্রম করে, তাহলে সে বাংলাদেশ দলে সুযোগ পাবে।’

Bootstrap Image Preview