Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেফতার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ১০:২২ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ১০:২৩ AM

bdmorning Image Preview


সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে ২০ বছর ধরে পলাতক থাকা দুই বছরের এক সাজাপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম আজিবুন নেছা। সে উপজেলার সদর ইউনিয়নের সাধু গ্রামের তোরাব আলীর স্ত্রী। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, বিশ্বনাথ জিআর নং-৯/৯৯ইং মামলায় ২০০৫ সালে সিলেটের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আজিবুন নেছাকে দুই বছরের সাজা দেন। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার বিশ্বনাথ থানার এসআই জবা রানী দেব ও পরিমল শীলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।  

গ্রেফতারের বিষয়ে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা বলেন, ২০ বছর পর দুই বছরের সাজাপ্রাপ্ত নারী আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

Bootstrap Image Preview