Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুরুতেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:৪১ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:৪১ AM

bdmorning Image Preview


মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের নির্ণায়ক তৃতীয় ওয়ানডে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভিঅরতীয় অধিনায়ক বিরাট কোহলি। ফিল্ডিং নেওয়ার দু’ বল পরেই নামল বৃষ্টি। যার ফলে মেলবোর্নে ভারত-অষ্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম্যাচ স্থগিত রাখা হয়। বন্ধ থাকার খানিকক্ষণ পর ফের খেলা শুরু হয়েছে।

অস্ট্রেলিয়ার হয়ে প্রথমে ব্যাট করতে নামেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও অ্যালেক্স ক্যারি। ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ক্যারি। দ্বিতীয় উইকেটে ফিঞ্চকে সঙ্গ দিতে নামেন খোয়াজা। তবে দলীয় ২৭ রানে ভুবেনেশ্বরের বলে ১৪ রান নিয়ে এল বি ডব্লিই শিকার হন ফিঞ্চ। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ ওভার শেষে ২৭ রান। ১উইকেট।   

ভারতের হয়ে এই ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে অলরাউন্ডার বিজয় শংকরের৷ পেসার মহম্মদ সিরাজের পরিবর্তে আজ তিনি একাদশে সুযোগ পেয়েছেরন। প্রথম একাদশে আরও দু’টো রদবদল করে টিম ইন্ডিয়া৷ আম্বাতি রায়ুড়ুর জায়গায় সুযোগ পেয়েছেন কেদার যাদব৷ চায়নাম্যান কুলদীপ যাদবের বদলে দলে ঢুকেছেন আর এক রিস্ট স্পিনার যুবেন্দ্র চাহাল৷

এদিকে প্রথম একাদশে দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। পিঠের চোটের জন্য মাঠে নামতে পারেননি জেসন বেহরেনডর্ফ৷ তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন বিলি স্ট্যানলেক৷ স্পিনার নাথান লায়নের পরিবর্তে প্রথম এগারোয় ঢুকেছেন অ্যাডাম জাম্পা৷

ভারতের প্রথম একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীনেশ কার্তিক, বিজয় শংকর, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহম্মদ শামি ও যুবেন্দ্র চাহাল৷

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), উসমান খোয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, পিটাড সিডল ও অ্যাডাম জাম্পা৷

Bootstrap Image Preview