Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:২৬ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:৩২ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। জমা দেয়া যাবে আগামী রবিবার পর্যন্ত। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে তিন দিনে ১৩৮৬টি মনোনয়নপত্র বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার পযার্ন্ত মনোনয়নপত্র বিক্রিতে মোট আয় হয়েছে ৪ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা। তিন দিনে মনোনয়নপত্র জমা পড়েছে ৬০০। প্রতি মনোনয়নপত্রের দাম ৩০ হাজার টাকা।

এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে আওয়ামী লীগের হয়ে চলচ্চিত্র অভিনেত্রী, নাট্যাভিনেত্রী, তৃতীয় লিঙ্গ (হিজড়া) ও দলের জন্য অবদান রাখা প্রয়াত নেতাদের সহধর্মিণী-সন্তানসহ রাজনৈতিক নেত্রীরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের কার্যালয় সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার ছিল দলীয় মনোনয়ন বিক্রির তৃতীয় দিন। এদিন মোট ৩২৬টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর আগের দু’দিনে বিক্রি হয় ১০৬০টি মনোনয়নপত্র।

Bootstrap Image Preview