Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যা বললেন মির্জা ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ১০:৫৯ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ১০:৫৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অজানা আতঙ্ক ও নিষ্পেষণে দেশবাসী কাতরাচ্ছে।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের দুঃশাসনে দেশের মানুষ আজ বাকরুদ্ধ। অজানা আতঙ্ক ও নিষ্পেষণে দেশবাসী কাতরাচ্ছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আওয়ামী ক্যাডারদের নৃশংস হামলায় গুরুতর আহত চট্টগ্রাম (দক্ষিণ) জেলার পটিয়া উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল হক তালুকদার আজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আমি শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। তার মৃত্যুর ঘটনায় সন্ত্রাসীদের প্রতি ধিক্কার জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’

ফখরুল আরও বলেন, ‘নির্বাচনের নামে নাটক করে আওয়ামী শাসকগোষ্ঠী জোর জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলের মাধ্যমে এখন আরও বেশি মাত্রায় অত্যাচারী শাসন অব্যাহত রেখেছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে।’

Bootstrap Image Preview