Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শমশেরনগরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজকুমার সেন, কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৮:৩৩ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৮:৩৩ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টায় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমশেরনগর ফাঁড়ির পুলিশ সদস্যরা। অভিযানকালে শমশেরনগর বাজারের কাজী বেকারী এন্ড কনফেকশনারীকে ৬ হাজার টাকা, আউলিয়া হোটেলকে ১ হাজার টাকা, বিপ্লব ফামের্সীকে ৫ শত টাকা, রুপসী বিউটি পার্লারকে ৫ শত টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন জানান, বৃহষ্পতিবার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনবিরোধী অভিযানে অস্বাস্থ্যাকর পরিবেশে বেকারীতে খাদ্য পণ্য তৈরি করা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করা, মেয়াদ উর্ত্তীণ ঔষধ, খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসব জরিমানা করা হয়। এ সময় স্থানীয় লোকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। সবাইকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা করার সতর্ক করা হয়।

Bootstrap Image Preview