Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপিকে ছাড়া বৈঠকে যে সিদ্ধান্ত নিলো ঐক্যফ্রন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৮:০৭ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৮:০৭ PM

bdmorning Image Preview


আজ বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যতম প্রধান শরিক হলেও বিএনপির প্রতিনিধিদের অনুপস্থিতিতেই সম্পন্ন হওয়া এ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৬ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্ট ‘জাতীয় সংলাপ’ করা হবে। আর এই সংলাপে জামায়াত ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির অন্যতম নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে তাতে জনগণের অংশগ্রহণ ছিল না। এই নির্বাচন বাতিলের দাবিতে ঐক্যফ্রন্ট আন্দোলন চালিয়ে যাবে। ৬ ফেব্রুয়ারি জাতীয় সংলাপে বসছি আমরা। আন্দোলনে সব মানুষের অংশগ্রহণের অংশ হিসেবে গণস্বাক্ষর সংগ্রহ, অবস্থান কর্মসূচি পালনের কথাও ভাবছে ঐক্যফ্রন্ট। এছাড়া নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার প্রক্রিয়াও চলছে।

এই নির্বাচনে যেসব দল অংশ নিয়েছে তাদের সবাইকে ‘জাতীয় সংলাপে’ আমন্ত্রণ জানানো হবে বলেও বৈঠক শেষে সাংবাদিকদের জানান ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

জামায়াতকে ঐক্যফ্রন্ট থেকে বাদ দেয়া হচ্ছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, ‘জামায়াত অতীতেও আমাদের সঙ্গে ছিল না। এখনও নেই। জাতীয় সংলাপেও জামায়াতের থাকার প্রশ্নই আসে না।

অন্যতম প্রধান শরিক হলেও বিএনপির প্রতিনিধির অনুপস্থিতিতেই অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ রয়েছেন। কিন্তু আজকের বৈঠকে খন্দকার মোশাররফ ও মওদুদ আহমদ বা দলটির কোনো প্রতিনিধিকে বৈঠকে দেখা যায়নি।

এদিকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্টের নেতা সুলতান মোহাম্মাদ মুনসুর, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

Bootstrap Image Preview