Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রত্যেক শিক্ষার্থী এক একজন সত্যিকারের জাদুকর: ড. আতিউর রহমান  

শাকিল নিয়াজ, খুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৭:১০ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৭:১০ PM

bdmorning Image Preview


খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. প্রাণ গোপাল দত্ত।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান বলেন, "প্রত্যেক শিক্ষার্থী এক একজন সত্যিকারের জাদুকর। শিক্ষার্থীরাই পারে তারা তাদের মেধা ও পরিশ্রম দিয়ে এই দেশটাকে পরিবর্তন করতে"।এই সময় তিনি সরকারের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়মিত লেখা-পড়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. প্রাণ গোপাল দত্ত তিনি তার বক্তেব্য বলেন, "দেশ এখন উন্নতির শিখরে, শিক্ষার্থীরাই পারে এই উন্নয়নের অগ্রদূত হিসেবে কাজ করতে এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে এই নবীন শিক্ষার্থীদের স্ব-শিক্ষায় শিক্ষিত হবার তাগিদ দেন।" 

অনুষ্ঠানের সভাপতি অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর  প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তিনি তার বক্তব্যে বলেন, এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সৃষ্টিশীল পড়ালেখার প্রতি গুরুত্বারোপ করেন।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড.উত্তম কুমার মজুমদার, জীব বিজ্ঞান অনুষদের  ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী, আইন স্কুলের ডিন ও আইন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন।

পরবর্তীতে বিকাল তিন ঘটিকায় বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান সাংবাদিক লিয়াকাত আলী মিলাতয়নে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের আয়োজনে "ম্যক্রোইকোনমিক ট্রান্সফরমেশন অব বাংলাদেশ" শীর্ষক আলোচনা অনুষ্ঠানে যোগ দেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

Bootstrap Image Preview