Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি বাদ দিয়ে ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক, ফোন রিসিভ করেননি মির্জা ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৬:০৫ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৬:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অন্যতম শরিক দল বিএনপিকে বাদ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক চলছে। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি'র সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্টের নেতা সুলতান মোহাম্মাদ মুনসুর প্রমুখ।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শুরু হয়। এতে বিএনপির কোনও প্রতিনিধিই অংশ নেননি।

এ বিষয়ে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি মিটিংয়ের খবর জানি না। আমাকে জানানো হয়নি, এটা আমি বলতে পারি। তাই বলতে পারবো না কিসের মিটিং।’

ঐক্যফ্রন্ট সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কর্ম-কৌশল নির্ধারণ এবং জাতীয় সংলাপের বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে বিকাল ৪টায় শুরুর কথা থাকলেও বিকাল ৫টার দিকে বৈঠক শুরু হয়।

এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ধারণা করছি সংলাপের বিষয়ে আলোচনা হবে। এছাড়া নির্বাচন পরবর্তী কর্ম-কৌশলসহ সব বিষয়েই আলোচনা হতে পারে।’
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত বৈঠকে বিএনপির কোনও প্রতিনিধি অংশ নিতে আসেননি। এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীও বৈঠকে অংশ নেননি।

এ বিষয়ে জানতে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Bootstrap Image Preview