Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে ‘বি’ ইউনিটের নবীনবরণ সম্পন্ন

শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৫:১১ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৫:১১ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ’র সভাপত্বিতে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাজেট বৃদ্ধি করেছি। গবেষণায় খাতে আমরা বাজেট বৃদ্ধি করছি। বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা অনেক বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। বাজেট  বৃদ্ধি করে শিক্ষা-গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো করে তোলার পরিকল্পনা নিয়েছি।

তিনি বলেন, আমরা সকল জেলাকে চার লেন আওতায় নিয়ে আসবো। আমরা অতি শীগ্রই দ্বিতীয় উপগ্রহ মহাকাশে পাঠাবো। বাংলাদেশকে একটি সুখি সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর দেশ হিসাবে প্রতিষ্ঠা করার  জন্য তিনি সকলের নিকট সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় হবে সুশাসনের কেন্দ্রবৃন্দ । বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে র‌্যাগিং, জঙ্গিবাদ, ধুমপান, মাদকসেবন, যৌন নিপীড়নসহ বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে চলছে জিরো টলারেন্স। এসময় তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন নবাগত শিক্ষার্থীদের উদেশ্যে।

অনুষ্ঠানে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের প্রভাষক তানভীর আহমেদ এবং লোকপ্রশাসন বিভাগের প্রভাষক জুবাইদা গুলশান আরা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, সদস্য সচিব অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক আহমেদ কবির, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল উদ্দীন, এপ্লায়েড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ, মেডিকেল অনুষদের ডিন ডা. মইনুল হক, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, যৌন নিপীড়ন কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজিয়া চৌধূরী ও রেজিষ্ট্রার ইশফাকুল হোসেন।

Bootstrap Image Preview