Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুদকের সহায়তায় পটুয়াখালীতে তিন শতাধিক শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৫:০৫ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৫:০৫ PM

bdmorning Image Preview


দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহায়তায় পটুয়াখালীতে তিন শতাধিক শিক্ষার্থী পেল স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় জেলার সদর উপজেলার আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা পর্ষদের সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোজাহার আলী সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সাথী সম্পাদক এইচএম আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক মিয়া।

বিদ্যালয় থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করার  আহ্বান জানিয়ে এসময় প্রধান অতিথি বলেন, আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করবেন এসব কোমলমতি শিশু-কিশোররা। তারা যদি দুর্নীতি মুক্ত হয় তাহলে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব।     

Bootstrap Image Preview