Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকটি বসছে বিকালে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৪:৪৩ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৪:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শোচনীয়’ পরাজয়ের পর আগামী দিনের কর্মকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান গণমাধ্যমকে বলেন, বিকাল ৪টার দিকে বৈঠক শুরু হবে। এতে জাতীয় সংলাপসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে জাতীয় সংলাপ, দেশের চলমান রাজনীতি ও নির্বাচনের পর আগামী দিনের কর্মপন্থা নির্ধারণে এ বৈঠক হবে।

ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ বৈঠকে উপস্থিত থাকবেন।

Bootstrap Image Preview