Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে চোরাচালান রোধে গোদাগাড়ীতে বিজিবি-বিএসএফ বৈঠক

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৪:১৫ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৪:১৫ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল  ১১টা থেকে উপজেলার চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয় চত্তরে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে হত্যা-নির্যাতন বন্ধ, চোরাচালান, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধ অস্ত্র-বিস্ফোরক পাচার রোধ, নারী-শিশু ও মানব পাচার প্রতিরোধ, সমন্বিত টহল এবং সীমান্ত সংক্রান্ত অন্য বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া দুই বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

এতে বিজিবির পক্ষ থেকে রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহিমের নেতৃত্বে রাজশাহী-১ ব্যাটালিয়ন কমান্ডার লেফট্যানেন্ট কর্ণেল তাজুল ইসলামসহ ২০ সদস্যের দল রয়েছেন। আর ভারতের বিএসএফের পক্ষে কলকাতা বিজিবির বহরমপুর ক্যাম্পের সেক্টর কমানাডার কুনাল মজুদামদারের নেতৃত্বে ২০ সদস্যের দল অংশ নেয়।

Bootstrap Image Preview