Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৬ আয়োজনে জিয়ার ৮৩তম জন্মবার্ষিকী পালন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০২:৩৬ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০২:৪৫ PM

bdmorning Image Preview


আগামীকাল শুক্রবার সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনভর নানা কর্মসুচী গ্রহন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে অন্যন্য বছরের তুলনায় নামমাত্র কর্মসুচী দিয়েই দিন্টি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি পালনের।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কাযালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব এ্যডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ ৬টি কর্মসূচী উল্লেখ করেন।

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ৬ কমসূচীর মধ্যে রয়েছেঃ

১। ঢাকাসহ দেশের প্রতিটি বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।

২। বেলা ২-৩০টায় সুপ্রীম কোট বার অডিটোরিয়ামে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা।

৩। সকাল ১০-০০টায় শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়ার মাজারে দলের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুস্পার্ঘ অর্পণ।

৪। দিবসটি উপলক্ষে পোষ্টার প্রকাশ, যা ইতোমধ্যেই করা হয়েছে।

৫। ক্রোড়পত্র প্রকাশিত।

৬। অনুরুপভাবে সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে যথাযোগ্য মর্যাদায় জন্মবার্ষিকী পালন।

তবে ঢাকাসহ সারাদেশে জিয়ার এই জন্মবার্ষিকী পালনে কোন প্রস্ততি কিংবা আমেজ লক্ষ করা যায়নি।

Bootstrap Image Preview