Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরিকদের শক্ত বিরোধী দলের ভূমিকায় দেখতে চায় আ’লীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০২:০৮ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview


১৪ দলের শরীকরা বিরোধী দলের ভূমিকা পালন করলে তাদের জন্যও ভালো এবং সরকারের জন্যও ভালো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃ্স্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় সমাবেশ প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।

কাদের বলেন, তারা তো বিরোধী দলের থাকবেন বলে অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয় তারা বিরোধী দলে থাকলে তাদের জন্য ভালো আমাদের জন্যও ভালো। ১৪ দলীয় ঐক্যজোট একটি রাজনৈতিক জোট। নির্বাচনী জোট আর রাজনৈতিক জোট এটা ভিন্ন জিনিস। ১৪ দলের সাথে আমাদের যে সম্পর্ক সেটা হচ্ছে রাজনৈতিক জোটের সম্পর্ক। মহাজোট নামের যে বৃহত্তর সেটা কিন্তু নির্বাচনী ঐক্যজোট। যেহেতু১৪ দলের সাথে আমাদের সম্পর্ক সেটা হচ্ছে রাজনৈতিক জোটের কাজেই তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবেই।

তিনি বলেন, আমাদের শরিকরা যদি সংসদে শক্ত বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে, তা হলে সেটি সরকার ও শরিকসহ সবার জন্য ভালো হবে।

শরিকরা তো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে, তা হলে তাদের বিরোধী দলে থাকা কতটা সমর্থনযোগ্য-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ১৪-দলীয় জোট আদর্শিক জোট, রাজনৈতিক জোট। এটি কোনো নির্বাচনী জোট নয়।

জোটে কোনো ভুল বোঝাবুঝি নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৪-দলীয় জোট থাকছে। আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। এমনকি কোনো টানাপোড়নও নেই আমদের মাঝে।

বিজয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের জনগণ আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করেছে। তাই এ বিজয় উপলক্ষে সোহরাওয়ার্দীতে স্মরণকালের শ্রেষ্ঠ সমাবেশ অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি।

প্রসঙ্গত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এ জোট ২৮৮ আসনে জয় পেয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ একাই ২৫৯ আসনে জয় পেয়েছে। এ বিজয়কে বরণ করতে ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে আওয়ামী লীগ।

Bootstrap Image Preview