Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার দাবি বিএনপির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০২:০৪ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


দুর্নীতির মামলায় দণ্ডিত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে অবিলম্বে তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির পক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বেগম খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা দেয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে কোনো আবেদনই কারা কর্তৃপক্ষ রক্ষা করেনি, বরং সরকারের প্ররোচনা কারা কর্তৃপক্ষ বেগম জিয়ার অসুস্থতাকে আরও অবনতির দিকে ঠেলে দেয়ারই চেষ্টা করেছে। চিকিৎসা শেষ না হতেই হাসপাতাল থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে কারাগারে।

অসুস্থ অবস্থায় বারবার খালেদা জিয়াকে আদালতে হাজির করার প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, তার অসুস্থতা সত্ত্বেও সেটিকে আমলে না নিয়ে বারবার আদালতে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। হয়রানি ও শারীরিকভাবে কষ্ট দেয়ার জন্যই সরকারের সাজানো অসত্য মামলায় খালেদা জিয়াকে ঘনঘন আদালতে উপস্থিত করা হচ্ছে। সরকারের কারসাজিতেই বেগম জিয়ার সুচিকিৎসা ও জীবন এখন গভীর সংকটের দিকে ঠেলে দেয়া হচ্ছে।

খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থতার কারণে গতকাল আদালতে হাজির হতে পারেননি। নজীরবিহীনভাবে তাকে কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে আটকে রাখা হয়েছে। এ আটকে রাখার পেছনে কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতিহিংসা পূরণের সাধ মেটানো হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

তিনি বলেন, সরকারের ষড়যন্ত্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও জীবন গভীর সংকটের দিকে ঠেলে দেয়া হচ্ছে।

তিনি অনতিবিলম্বে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে নিয়ে গিয়ে সঠিক চিকিৎসার দাবি জানান।

উল্লেখ্য, দুই মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে গত কয়েকমাস ধরে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার অসুস্থতার কথা বলে সুচিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি।

Bootstrap Image Preview