Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘নিজেদের ভুলে রিট খারিজ, নতুন আবেদন করব’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০১:১৯ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০১:৩৭ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদের এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট নিজেদের ভুলের কারণে খারিজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী একেএম এহসানুর রহমান।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) আদালত এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

একেএম এহসানুর রহমান বলেন, ‘নট প্রেস রিজেক্ট’ এরকম আদেশের বিরুদ্ধে আপিল চলে না। আবেদনের কোনো ভুল থাকলে সেটি আদালত নট প্রেস রিজেক্ট ‘উত্থাপিত হয়নি’ মর্মে আবেদনটি খারিজ করে দেয়।

আজ দুপুরের দিকে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ একাদশ জাতীয় সংসদের এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্চ করে দায়ের করা রিট খারিজ করে দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন। অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১৪ জানুয়ারি সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মো. তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষে এ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন। এতে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৮ জানুয়ারি সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব না পেয়ে এই রিট আবেদনটি করা হয়েছে।

৮ জানুয়ারির নোটিশে বলা হয়, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু সে অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেয়ায় বর্তমানে দুইটি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থী।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ নেন। পরে মন্ত্রিসভার ৪৭ সদস্য শপথ গ্রহণ করেন।

Bootstrap Image Preview