Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ১২:০১ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ১২:১৪ PM

bdmorning Image Preview


দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও ধানমন্ত্রী শেখ হাসিনা।জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনের মাধ্যমে আজ শুরু করলেন তার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ পরিদর্শন কার্যক্রম। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন উপলক্ষে সচিবালয়ে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। 

প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিশ্চিত করতে হবে। দুর্নীতি যেন কোনো পর্যায়ে না হয় সে দিকে নজর রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, বর্তমানে দেশের অর্থনীতি যে গতিতে এগিয়ে চলেছে তা অব্যাহত রেখে আগামী পাঁচ বছরে বার্ষিক প্রবৃদ্ধি ১০ শতাংশে নিয়ে যেতে চাই। 

তিনি আরো বলেন, সরকার গঠনের পর থেকেই সব সময় চেষ্টা করি মন্ত্রণালয়গুলো সরেজমিনে দেখতে। কেননা, জনগণের সেবা যেন তাদের দোরগোড়ায় পৌঁছায় তা নিশ্চিত করতে চাই।

Bootstrap Image Preview