Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের বাজার মনিটরিংয়ে জরিমানা আদায়

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview


সিলেটের বিশ্বনাথে দু'টি বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার সিঙ্গেরকাছ বাজার এবং পুরাতন হাবড়া বাজারে এই মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা।

এসময় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫'শ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে সিঙ্গেরকাছ বাজারে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা ও পুরাতন হাবড়া বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালত।

আদালত পরিচালনাকালে স্যানিটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার ও একদল পুলিশসহ থানার এসআই নবী হোসেন উপস্থিত ছিলেন।

বাজার মনিটরিং ও জরিমানা আদায়ের সত্যতা স্বীকার করেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। 



 

Bootstrap Image Preview