Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০টি দোকান পুড়ে ছাই, ৭ কোটি টাকার ক্ষতি

এম. শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ১০:২০ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ১০:২০ PM

bdmorning Image Preview


ভোলার তজুমদ্দিন উপজেলা সদরে আগুন লেগে প্রায় ৪০টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ৭ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ৬টি দমকল বাহিনী প্রায় দুই ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৬ জানুয়ারি) বেলা ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ বাজার সদর রোডের শহিদ মাঝি’র মুদি দোকানের বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

তজুমদ্দিন থানার অফিস ইনচার্জ ফারুক আহম্মদ জানান, আনোয়ার হাওলাদারের মেশিনারী ষ্টোর, মা-মনি টেলিকম সেন্টার, অজিউল্যহি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, নাছির মেটাল, জাহাঙ্গীর পাটর্স ষ্টোর, দ্বীপ ষ্টোরসহ, ছোট বড় প্রায় ৪০টি দোকান পুড়ে গেছে।

আগুন নেভানোর কাজে সি.পি.পি’র সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় মালামাল উদ্ধার ও আগুণ নিভাতে গিয়ে সুমন পাটওয়ারী, শাহে আলম, মিঠুল সিং, হেলাল হাওলাদারসহ প্রায় ২০ জন আহত হয়েছেন বলে দাবি করছেন ব্যবসায়ীরা। 

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন জানান, তজুমদ্দিন, লালমোহন, বোরহানউদ্দিন ও ভোলা সদরসহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার দাস জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

Bootstrap Image Preview