Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে 'দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা' অনুষ্ঠিত

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:২২ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:২২ PM

bdmorning Image Preview


সচেতন নাগরিক কমিটি (সনাক) পটুয়াখালী'র উদ্যোগে এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সহযোগিতায় 'দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা' শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।   

বুধবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবীবুর রহমান।

কলেজ এর উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মালেক এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাক সভাপতি মো. আবদুর রব আকন। আরও উপস্থিত ছিলেন, কলেজের অন্যান্য শিক্ষকমন্ডলী, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস ও টিআইবি'র সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে ইয়েস সদস্য সংগ্রহের লক্ষ্যে ইয়েসদের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইয়েস দলনেতা পলাশ চন্দ্র হাওলাদার।

প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল 'কেবলমাত্র আইনের শাসন নয় বরং নৈতিক শিক্ষা ও মূল্যবোধের উৎকর্ষতাই দুর্নীতি প্রতিরোধে সহায়ক'।

এতে পক্ষ দলের দলনেতা ছিলেন, শাকিলা জাহান এবং অন্যান্য বক্তারা হলেন মুবাশশিরা মমতাজিম ও তাহসিনা মৌ। অন্যদিকে বিপক্ষ দলের দলনেতা ছিলেন, ফারজানা রিফাত জেমি এবং অন্যান্য বক্তারা হলেন, আয়শা আক্তার সুপ্তা ও মোসা. আশা মনি।

প্রতিযোগিতায় বক্তব্য উপস্থাপন, বিষয় বিশ্লেষণ, যুক্তি, পাল্টা যুক্তি ও যুক্তি খন্ডনে অংশগ্রহণকারী পক্ষ ও বিপক্ষ দলের তার্কিকদের মূল্যায়নে বিচারকের দায়িত্বে ছিলেন, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. আবদুল ওহাব মিয়া, বাংলা বিভাগের প্রভাষক মোসা. নাজমুন নাহার লাভলী ও সনাক সদস্য নাসিমা শাহীন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, একই কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ রাশিদুল হাসান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এটি একটি চমৎকার আয়োজন। তিনি এ রকম একটি আয়োজনের জন্য সনাক'কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আবারো পটুয়াখালী সরকারি মহিলা কলেজে এ ধরনের শিক্ষনীয় অনুষ্ঠান করার আমন্ত্রণ জানান।

বিচারকদের বিচারে পক্ষ দল চ্যাম্পিয়ন ও বিপক্ষের দল রানার আপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন পক্ষ দলের দলনেতা শাকিলা জাহান। পরে সভাপতি, প্রধান অতিথি, সনাক সভাপতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।  

Bootstrap Image Preview