Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়ানডেতে ছক্কার বিচারে গেইলকে টপকালেন রোহিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৩:০৩ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৩:০৩ PM

bdmorning Image Preview


আবার নতুন রেকর্ড করে ফেললেন রোহিত শর্মা। এডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ বলে ৪৩ রানের ইনিংস খেলেন রোহিত। তারমধ্যে দুটি ছক্কা রয়েছে। যার সুবাদে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলকে টপকে নতুন রেকর্ড গড়ে ফেলেছেন রোহিত।

এতদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ৮৮ ছয় মারার রেকর্ডটা ছিল গেইলের দখলে। মঙ্গলবার রোহিত টপকে গেলেন ক্যারিবিয়ান ক্রিকেটারটিকে। এডিলেডে দুটো ছক্কা মেরে গেইলকে টপকে '‌হিটম্যান'‌-ই এখন নতুন রেকর্ডের অধিকারী।

সিডনিতে ১২৯ বলে ১৩৩ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন রোহিত। তাও ভারতকে জেতাতে পারেননি। মঙ্গলবার এডিলেডে অস্ট্রেলিয়ার ২৯৮ রানের জবাবে শুরুটা ভালই করেছিলেন রোহিত। কিন্তু ৪৩ রান করার পর তিনি আউট হয়ে যান।

যদিও ভারতের জিততে সমস্যা হয়নি। বিরাটের শতরান ও ফিনিশার ধোনির সৌজন্যে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। আর ৪৩ রান করার পথেই নতুন রেকর্ড করে ফেলেছেন রোহিত।

Bootstrap Image Preview