Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটের উইকেট নিয়ে হাবিবুল বাশারের মন্তব্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০২:৪৯ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০২:৪৯ PM

bdmorning Image Preview


ঢাকার উইকেটে রান না হলেও সিলেটের উইকেটে রান হবে। এমন কথা বিপিএলের প্রথম ম্যাচ থেকেই শুনা যাচ্ছিলো।কিন্তু সিলেট পর্বের প্রথম দিনের খেলায় সব কথায় যেন মিথ্যে হয়ে গেল। রান তো দূরের কথা কোন ব্যাটসম্যান ঠিক ভাবে দাঁড়াতেই  পারলেন না। বোলিং বান্ধব উইকেটে যেন দিশেহারা ব্যাটসম্যানরা। খেলা দেখা মনে হচ্ছে ঢাকার উইকেটই ভালো ছিলো।

সিলেটের উইকেট এমন হওয়ার কারণ কি সেই বিষয়ে জানতে চাওয়া হয় খুলনা টাইটান্সের উপদেষ্টা ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় হাবিবুল বাশার সুমনের কাছে। 

এমন প্রশ্নের জবাবে বাশার বলেন,'সিলেটের উইকেট কিন্তু সাধারণত ব্যাটিং সহায়ক হয়। আমরা এর আগে যতবার সিলেটে এসেছি সেই গত বিপিএলেও কিন্তু অনেক ভালো উইকেট ছিলো, ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিলো। আর প্রথম ম্যাচে তেমন.....গতবার যেমন আশা করেছিলাম তেমনটি হয়নি। তবে আশা করছি যে এখন থেকে সেই ধরণের উইকেট পাবো। কারণ ঐতিহ্যগত দিক থেকে সিলেটের উইকেট কিন্তু ভালো হয়। আশা করছি তেমন উইকেটই পাবো আরকি। আর ডিআরএস ছাড়া খেলেছি আমরা, ডিআরএস সহও খেলেছি, অনেক বড় পার্থক্য গড়ে দেয় ডিআরএস। অবশ্যই কিছু টেকনিক্যাল
 বিষয় ছিলো এই কারণে হয়তো পায়নি। তবে আমি যতদূর জানি আজকে থেকে ডিআরএস চালু হয়ে যাবে হয়তো।'
শুধু সিলেট নয়,ঢাকার উইকেট সমস্যা কোথায়? পিচে না মানসিকতায়? জানতে চাওয়া হলে তিনি আরও বলেন,'আমার মনে হয় উভয়ই। কখনো পিচের সাথে আপনাকে মানিয়ে নিতে হবে যেটি আমরা পারছি না। সব পিচ ১৮০-১৯০ এর উইকেটের মতো হবে না। যখন সেটি থাকবে না তখন আপনার ব্যাটিংটাকে অ্যাডজাস্ট করে ওই হিসেবে ব্যাটিং করা উচিৎ। সেটাই আমরা মনে হয় করছি না। যখন উইকেটটি অতটা ব্যাটিং বান্ধব থাকছে না সেখানেও আমরা ব্যাটিং বান্ধব উইকেটে যেমন ব্যাটিং করে থাকি তেমন ব্যাটিং করতে হচ্ছে যার জন্য আমার মনে হয় লো স্কোর হচ্ছে। তবে ব্যাটসম্যান যদি একটু মানিয়ে নিতে পারে.....যেটি বললাম যে সব খেলা কিন্তু ২০০ এর উইকেটে হবে না। কিভাবে ব্যাটিং করবে সেটাই মূলত বুঝতে পারছে না ব্যাটসম্যানেরা।'

Bootstrap Image Preview