Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংগ্রহ করলেন সুনামগঞ্জ ও মৌলভী বাজারের দুই নেত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০১:১২ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০১:৩৮ PM

bdmorning Image Preview
ছবি বিডিমর্নিং


জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:

সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন সুনামগঞ্জেন ২ জন মহিলা আওয়ামী লীগ নেত্রী। একাদশ জাতীয় সংসদের এই ৫০জন জনপ্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ১৭ই ফেব্রুয়ারী। ইসি ১২ফেব্রুয়ারী ভোটার তালিকা প্রণয়ন করবে। তফসিল ঘোষণার দিন মনোনয়নপত্র দাখিল,যাচাই বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় জানানো হবে।

মঙ্গলবার (১৫জানুয়ারি) সকাল থেকে আওয়ামীলীগের দলীয় কার্যালয় ধানমন্ডিতে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত লাইন ধরে মনোয়ন ফরম কিনছেন মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেত্রীরা। 

সুনামগঞ্জ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা মহিলা আ,লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা, এ ছাড়াও মনোনয়ন ফরম কিনেছেন জেলা যুব মহিলালীগের আহ্বায়ক সানজিদা নাসরিন দিনা। বুধবার মনোনয়ন ফরম সংগ্রহ কবেন জেলা মহিলা আ,লীগের সভাপতি শামছুন নাহার বেগম, কৃষক লীগ নেত্রী শামীমা শাহরিয়ার ও মুনতাহিনা রীতু।

এদিকে সুনামগঞ্জ জেলায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে আলোচনায় রয়েছেন জেলা মহিলা আওয়মাী লীগের সভানেত্রী বর্তমান সুনামগঞ্জ-মৌলভীবাজর সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম, জেলা মহিলা আওয়মাী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা, কৃষকলীগ নেত্রী শামীমা শাহরিয়ার, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেত্রী মুনতাহিনা রীতু। ইতি মধ্যএ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা মহিলা আ,লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা, এ ছাড়াও মনোনয়ন ফরম কিনেছেন জেলা যুব মহিলালীগের আহ্বায়ক সানজিদা নাসরিন দিনা।

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন প্রত্যাশী শামছুন নাহার বেগম বলেন, সবাই যাকে সব সময় পাশে পায় আর সবাই চায় যোগ্য নেতৃত। আমি সব সময় বিগত দিন গুলোতে সবার সুখে দুখে পাশে ছিলাম আর সব সময় পাশে থাকতে চাই। আমি বিশ্বাস আর আশা করি এবারও মনোনয়ন পাব। আর মনোনয়নের ব্যাপারে এক মাত্র সিদ্ধান্ত নিবেন নেত্রী। কোনো তদবির করে লাভ হবে না। সিভি দেখে যাচাই বাছাই করে মনোনয়ন দেয়া হবে।

জেলা মহিলা আ,লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা বলেন, আমি আশাবাদী মনোনয়ন পাবে। গত নির্বাচনে মানুষ দেখেছে আমি কি ভাবে কাজ করেছি। নেত্রী আমাকে মূল্যায়ন করবেন বলে মনে হচ্ছে। সে লক্ষ্যে মনোনয়ন পত্র জমা দিচ্ছি।

Bootstrap Image Preview