Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘৪০টি আসনে সফলভাবে দায়িত্ব পালন করেছে র‌্যাব’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে দেশবাসী তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেছেন বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

তিনি বলেন, গত ১০ বছরে যে উন্নতি-অগ্রযাত্রায় আমরা সারাবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছি সে অগ্রযাত্রা ও সাফল্য অব্যাহত থাকবে এবং মধ্যম আয়ের দেশে উন্নীত হবো। র‌্যাব-১১-এর অধীনে সবচেয়ে বেশি প্রায় ৪০টি আসনে নির্বাচনের দায়িত্ব ছিল। র‌্যাব কর্মকর্তা ও সদস্যরা অত্যন্ত সাফল্যের সঙ্গে এসব আসনে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। র‌্যাব-১১-এর সদর দফতরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন র‌্যাবের মহাপরিচালক।

বেনজীর আহমেদ বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে বিশেষ ভূমিকা পালন করেছে র‌্যাব-১১। মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনসহ দেশের সেবা করতে গিয়ে বিগত দিনে অনেক র‌্যাব সদস্য আহত ও নিহত হয়েছেন; তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা।

তিনি বলেন, র‌্যাবের নতুন একটি ইউনিট অর্থাৎ র‌্যাব-১৫ গঠন করা হয়েছে; সেটি খুব শিগগিরই কাজ শুরু করবে। ফেব্রুয়ারি মাসে এই ইউনিট চালু হবে। মিয়ানমার থেকে আসা মাদক নিয়ন্ত্রণে কাজ করবে এই ইউনিট।

র‌্যাব-১১-এর কমান্ডার রাসেল আহমেদ কবিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি মীর শাহিন শাহ পারভেজ প্রমুখ।

Bootstrap Image Preview