Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন নিহত

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ১০:২০ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ১০:২০ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ জেলার মাধবপুরে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌর শহরের কাছে বীরপাশায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরজ্জামানের ছেলে হাসান জামান (৩২), একই এলাকার অপু মিয়া (২৫), তার স্ত্রী মিসেস অপু (২২), রিজন সালেইন (২৮) এবং পরশ (২৫)।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। আহতরা হলেন- বর আশরাফুল ইসলাম (২৫), মুনতাসির (৩৫)। আহতের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া যায়নি।

দুুুর্ঘটনায় আহত মুনতাসী নামে একজন জানান, তারা ঢাকার দক্ষিণ গোড়ার থেকে বরযাত্রী হয়ে সিলেট উপ-শহরে যাচ্ছিলেন। পথে দুপুর ২টার দিকে মাধবপুর পৌর শহরের কাছে বীরপাশায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে রাস্তার পাশে নিচে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাস ধুমড়ে-মুছড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিংসক আবাসিক মেডিকেল অফিসার নাদিরুজ্জামান জানান, নিহতদের মধ্যে ৪ জনের হাসপাতালে আসার আগেই মারা গেছেন। অপর একজন হাসাপাতলে আসার পর চিকিংসাধীন অবস্থায় মারা গেছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview