Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মানবতার দেয়াল চালু করলো কুয়াকাটা তরুন ক্লাব

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৯:১৯ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৯:১৯ PM

bdmorning Image Preview


'অপ্রয়োজনীয় পোশাক হোক হতদরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের জন্য' এমন উদ্যোগ নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় মানবতার দেয়াল চালু করেছে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা তরুন ক্লাব। কুয়াকাটা প্রেসক্লাব সংলগ্ন রাখাইর পল্লী রোডে এ দেয়াল স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) শেষ বিকেলে আনুষ্ঠানিকভাবে এই দেয়ালের উদ্বোধন করেন, কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র শাহ আলম হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদ, কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি মজিবর রহমান, সেচ্ছাসেবকলীগ সভাপতি শহিদ দেওয়ানসহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকরা।

কুয়াকাটা তরুনক্লাবের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, আমাদের ব্যবহার করা অনেক পোশাক আছে যা আমরা বাসায় ফেলে রাখি। শুধু সেই পোশাকগুলো যদি আমরা দুস্থ মানুষের জন্য এই দেয়ালে রাখি তবে তাদের কষ্টটা অনেক কমে যাবে। ছিন্নমূল, হতদরিদ্র মানুষের উপকার হবে। 
 

Bootstrap Image Preview