Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথমদিনেই আ’লীগের মনোনয়ন কিনলেন এক ঝাঁক অভিনেত্রীসহ ৬২৩ নারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৯:০৬ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৯:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য হতে প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৬২৩জন। এদের মধ্যে রয়েছেন রুপালি পর্দার এক ঝাঁক অভিনেত্রী।

মঙ্গলবার সকাল থেকে সন্ধা পর্যন্ত ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা। এর আগে সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন।

জানা যায়, প্রথম দিনে ঢাকা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বুথে মোট ৩৪৬টি ফরম বিক্রি হয়। আর রংপুর, সিলেট, চট্রগ্রাম খুলনা বুথে ২৭৮টি ফরম বিক্রি হয়। প্রতিটি ফরমের মূল্য ছিল ৩০ হাজার টাকা।

মঙ্গলবার সকাল থেকে দুটি বুধ করে মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ।

এ ব্যাপারে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ জানান, নির্বাচন কমিশন নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলবে। প্রতিটি ফরমের জন্য নেওয়া হচ্ছে ৩০ হাজার টাকা করে।

এদিকে রুপালী পর্দার অভিনেত্রীদের মধ্যে সারাহ বেগম কবরী, সুবর্না মোস্তফা, অপু বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শমি কায়সার, শাহানুর, সুজাতা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার।

এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আব্দুল আজিজের স্ত্রী রাবেয়া আজিজ,সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, প্রধানমন্ত্রীর সাবেক বিসেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক সাকিরের স্ত্রী নিরুফা আঞ্জুম পপি, যু্ব মহিল আওয়ামী লীগের দপতর সম্পাদক রোজিনা নাসরিন, সাবেক সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পি, কক্সবাজারের নেত্রী মনোয়ারা মুন্নি, সাবেক সাংসদ নুরজাহান বেগম মুক্তা। ব্যরিষ্টার তুরিন আফরোজও আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপি হতে মনোনয়ন নিয়েছেন।

বাংলাদেশের ৩৫০ আসনের সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ নির্বাচনের ভোটের জন্য একটি দিন রাখা হলেও ফল জানা যায় তার আগেই। ৫০টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে দল ও জোটগতভাবে সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়া হবে বলে প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

Bootstrap Image Preview