Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জনগণের খাদ্য, পুষ্টি ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৮:২৪ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৮:২৪ PM

bdmorning Image Preview


কৃষিক্ষেত্রে সময়োপযোগী ও পরিবেশবান্ধব সমন্বিত পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশ এখন খাদ্যে টেকসই স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিকে। ইতিমধ্যে আমরা দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।

তিনি বলেন, খাদ্যশস্য উৎপাদনে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম। এখন প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচনী ইশতেহারের আলোকে জনগণের খাদ্য ও পুষ্টির নিশ্চয়তা, কর্মসংস্থান নিশ্চিত করা।   

আজ মঙ্গলবার মন্ত্রণালয় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপির অফিসকক্ষে  জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ রবার্ট ডগলাস সিম্পসনসহ একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তাদের এসব কথা বলেন।  

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ বলেন, বাংলাদেশে কৃষিকাতে চলমান কাজের মধ্যে রয়েছে ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ) এ ৬৫ মিলিয়ন ডলার। রংপুর,বরিশাল ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় ৩ মিলিয়ন মার্কিন ডলার। উত্তর বঙ্গের জন্য ৭২ মিলিয়ন মার্কিন ডলার কৃষি উন্নয়ন ও পুষ্টিখাতে তাদের অনুদানের কথা উল্লেখ করেন।

ড. মো: আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী হওয়ায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রাক্তন মহাপরিচালকের অভিনন্দন বার্তা পৌঁছে দেন। বাংলাদেশের কৃষি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যসহ সকল সেক্টরে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার কথা উল্লেখ করেন রবার্ট ডগলাস সিম্পসন।

Bootstrap Image Preview