Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে খ্রিস্টান পরিবারে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১

আবু ইউসুফ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৬:১২ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৬:১২ PM

bdmorning Image Preview
প্রতীকী


নওগাঁর রাণীনগরে সিমিয়ন সরকার (৪২) নামের এক খ্রিস্টান পরিবারের বাড়িতে চাঁদার দাবিতে হামলা চালিয়ে মারপিট, ভাঙচুর, লুটপাটের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার কাশিমপুর গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রুবেল হোসেন (৪১) নামের একজনকে গ্রেফতার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ২টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কুজাইল গ্রামের শফির উদ্দীনের ছেলে রিপনসহ (৩২) বেশ কয়েকজন সিমিয়ন সরকারের নিকট চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে না পারায় সোমবার সকাল দশটার সময় তাকে মারপিট করে।

এ ঘটনায় সিমিয়ন থানায় একটি লিখিত অভিযোগ করতে আসলে রিপন ও তার লোকজন জানতে পেরে সোমবার সন্ধ্যায় তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর, প্রায় দুই লক্ষ ৯৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে ২টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে।

এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে কুজাইল গ্রামের মৃত ছমির উদ্দীনের ছেলে রুবেল হোসেনকে আটক করে। এ ঘটনায় সিমিয়ন সরকার বাদী হয়ে রিপনসহ ৫ জনকে আসামি করে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিুকর রহমান জানান, সিমিয়নের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি অবিষ্ফোরিত ককটেল সাদৃশ্যবস্তু উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জরিতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview