Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল সীমান্তে ৩৭৩ বোতল ফেনসিডিল জব্দ 

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৩:০৫ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৩:০৫ PM

bdmorning Image Preview


যশোরেরর বেনাপোল পোর্ট থানার গয়ড়া সীমান্তে অভিযান চালিয়ে ৩৭৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।

মঙ্গলবার (১৪ই জানুয়ারি ) সকালে গয়ড়া সীমান্ত থেকে এ ফেনসিডিল জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, ভারত থেকে চোরাকারবারীরা বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে এসে সীমান্তের গয়ড়া এলাকায় মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৩৭৩ বোতল ফেনসিডিল জব্দ করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। 

৪৯ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়ন বেনাপোল ক্যাম কমান্ডার আমজাদ হোসেন ফেনসিডিল জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ফেনসিডিল যশোর ব্যাটালিয়নে জমা দেওয়া হবে।

Bootstrap Image Preview