Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে চরতলা ভবনের ছাদ ভেঙ্গে পড়ে শিক্ষার্থী আহত

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০২:৪৪ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০২:৪৫ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থী চারতলা ভবনের ছাদ ভেঙ্গে পড়ে গুরুতর আহত হয়েছেন। আহত ওই শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কেন্দ্রে পাঠানো হয় পরে অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বেলা  সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের উত্তর-পশ্চিম কোণের ছাদ ভেঙ্গে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম শওকত ওমর সজীব। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইস্যুরেন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শিক্ষার্থীর বাড়ি চট্টগ্রামের পটিয়া অঞ্চলে। 

জানা যায়, ওই শিক্ষার্থী ক্লাস শেষে রোদে দাঁড়ানোর জন্য চারতলার ছাদে যান। সেখানে বিশ্ববিদ্যালয়ের চরতলা ভবনের নির্মান কাজ চলছে। ছাদ ও রেলিং অনেক পুরনো হওয়ায় কোণে দাঁড়িয়ে ছাদের রেলিংয়ে পিছনে পা দিয়ে হেলান দিয়ে দাঁড়ানো সাথে সাথে ছাদের রেলিং ও ছাদের কোণা ভেঙ্গে পড়ে যান। সহপাঠীরা এ ঘটনা দেখে বন্ধুকে উদ্ধার করার জন্য ছাদের নিচে যান। সেখানে নির্মাণ কাজে কর্মরত শ্রমিকেরা তাকে উদ্ধার করেন। পরে সহপাঠীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়, অবস্থা গুরুতর দেখে বিশ্ববিদ্যারয়ের কর্তব্যরত চিকিৎসক রামেকে স্থানান্তর করার নির্দেশ দেন। 

এবিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল  কুদ্দুস বলেন, ঘটনার সময় আমি ক্লাস নিচ্ছিলাম। পরে ঘটনা জানতে পেরে শিক্ষার্থীর খোঁজ খবর নিয়েছি। তাকে রামেকে ভর্তি করা হয়েছে।

Bootstrap Image Preview