Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাকসুর গঠনতন্ত্র সংশোধনে ছাত্রদলের ৮ দফা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ১০:১৫ AM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ১০:১৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত


বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে এক বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এর গঠনতন্ত্র সংশোধনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আট দফা দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

গত সোমবার দুপুরে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন কমিটির আহবায়ক অধ্যাপক মিজানুর রহমানের কাছে লিখিত আকারে দাবিগুলো তুলে ধরেন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আল মেহেদি তালুকদার এবং সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকি।

পরে ঐদিন সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন ঢাবি ছাত্রদল নেতৃবৃন্দ।

এসময় সেখানে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবুল বাশার সিদ্দিকি।

ক্যাম্পাসে সহাবস্থানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কেমন সাড়া পাচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে আল মেহেদী তালুকদার বলেন, আমরা গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়কের সাথে আগের দিন কথা বলেছিলাম। সেখানে তিনি আমাদের কথা দিয়েছিলেন ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থানের বিষয়ে উপাচার্যের সাথে তিনি কথা বলবেন।

‘‘আজ (সোমবার) আমরা তার কাছে স্মারকলিপি দেয়ার সময় তার কাছে এ বিষয়ে জানতে চাই। তিনি (মিজানুর রহমান) আমাদের বলেছেন, উপাচার্য নিজেও এই বিষয়ে একমত। ক্যাম্পাসের কোন ছাত্র যাতে আক্রমণের শিকার না হয় সেটা প্রশাসন নিশ্চিত করবে।’’

মেহেদীর অভিযোগ, ‘আমরা যখনই ক্যাম্পাসে গিয়েছি তখনই আমাদের কর্মীদের আক্রমণ করা হয়েছে। মারধর করে পুলিশে দেয়া হয়েছে। দুই মাস পর ডাকসু নির্বাচন হওয়ার কথা। অথচ এখনো আমাদের ক্যাম্পাসে প্রবেশ করতে হয় প্রক্টরিয়াল টিমের প্রহরায়। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এরকম ঘটনা নজিরবিহীন।’

‘‘ছাত্রদল ক্যাম্পাসে থাকবে। ডাকসু নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে শুরু থেকেই ছাত্রদল আন্তরিক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর তফসিল ঘোষণার আগ পর্যন্ত আস্থা রেখে অপেক্ষা করতে চাই আমরা।’’

 

Bootstrap Image Preview