Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গণ বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ও অনার্স কোর্সের শিক্ষার্থীদের শপথগ্রহণ

ফায়জুন সিতু, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৯:০৪ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৯:০৪ PM

bdmorning Image Preview


গণ বিশ্ববিদ্যালয়ের অক্টোবর- ২০১৮ সেশনের অনার্স কোর্স ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ২৪ তম ব্যাচের এমবিবিএস শিক্ষার্থীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে সমবেত হয়ে শিক্ষার্থীরা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এবং দেশ ও জাতি গঠনে ৭টি শপথ বাক্য পাঠ করেন।

শিক্ষার্থীদের ভাল মানুষ হওয়ার পথ নির্দেশক শপথ বাক্যগুলো পাঠ করান গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। 

শপথগ্রহণ শেষে গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে এমবিবিএস শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদের অধ্যাপক মোতাহার হোসেন মন্ডল, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম নজরুল ইসলাম ও বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ডা. শাকিল মাহমুদ।

বক্তারা নবাগত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে ভাল চিকিৎসক হওয়ার জন্য মনোযোগের সাথে পড়াশোনা করতে এবং জাতি-ধর্মের ভেদাভেদ না করে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার আহবান জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিয়ম শৃঙ্খলা এবং পরীক্ষা সংক্রান্ত নিয়ম নিয়ে কথা বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন এবং  পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী।

পরে নবাগত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন ও অভিভাবকগণ তাদের অনুভূক্তি ব্যক্ত করেন।

Bootstrap Image Preview