Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে দখলদারদের হামলায় পুলিশ সদস্য আহত

আবু ইউসুফ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৮:৫৬ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৮:৫৬ PM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগরে রেলওয়ের জায়গা দখলকে কেন্দ্র করে দখলদারদের দু'পক্ষের বাকবিতণ্ডা থামাতে গিয়ে দখলদারদের হামলায় আব্দুর রহমান (৩০) নামের এক পুলিশ সদস্য আহত হয়েছে।

এসময় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রাণীনগর রেলস্টেশনের পশ্চিম পাশে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের দুই পাশ দিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয়রা রেলওয়ের জায়গা দখল করে আসছিল। এরই মধ্যে সোমবার (১৪ জানুয়ারি) দুপুর দেড়টা নাগাদ জায়গা দখলকে কেন্দ্র করে দখলদারদের দুই দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ ঘটনাস্থলে এসে দখলদারদের স্থান ত্যাগ করতে বলে। এতে দখলদাররা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর চড়াও হয়। এক পর্যায়ে দখলদাররা রেল লাইনের উপরে উঠে পুলিশের উপর এ্যালোপাথারী পাথর ছুঁড়তে থাকে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রায় ৪/৫ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। এতে হামলাকরীদের ছোঁড়া পাথরের আঘাতে আব্দুর রহমান নামের এক পুলিশ সদস্য আহত হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান। 
 

Bootstrap Image Preview