Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে শীতার্তদের মাঝে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৭:৪৮ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৭:৪৮ PM

bdmorning Image Preview


তীব্র শীত আর হিমেল হাওয়া যেন আরো জেঁকে বসেছে ঝিনাইদহে। মৃদ শৈত্য প্রবাহে নাকাল এ এলাকার জনজীবন। শীতের এই তীব্রতায় বেশি কাবু নিম্ন আয়ের মানুষ। শীতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে সামান্য উষ্ণতা দিতে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৩ জানুয়ারি) রাতে সদর উপজেলার ভেন্নাতলা কালী মন্দিরের সামনে ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সদর থানার ওসি এমদাদুল হক শেখসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, জনহিতকর কাজে সম্পৃক্ত থাকার মাঝে এক ঐশ্বরিক প্রশান্তি রয়েছে। এমন প্রশান্তি শুধু অনুভব করা যায়। ঝিনাইদহ জেলা পুলিশ সব সময় সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনহিতকর কাজে সম্পৃক্ত থাকতে বদ্ধ পরিকর। জনহিতকর কাজের অংশ হিসেবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।   

 

Bootstrap Image Preview